চাটমোহরের কাটাখালী লকডাউন
পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামকে লকডাউন করা হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ওই লকডাউনের ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কাটাখালী গ্রামে হঠাৎ বহিরাগতদের আনাগোনা বেড়ে গেলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে স্থানীয় করোনা ভাইরাস সচেতন কমিটি খোঁজ নিয়ে জানতে পারেন, সরকারি ছুটি ঘোষণা হওয়ার পর মাদারীপুর, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে কাটাখালীতে ৪৮ জন ব্যক্তি এসেছেন। তারা কাটাখালীর স্থায়ী বাসিন্দা। তারা সবাই দিনমজুর।
বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ওই ৪৮টি বাড়ি তালাবদ্ধ করে কাটাখালী গ্রামকে লকডাউন ঘোষণা করেন।
তিনি জানান, কাটাখালী গ্রামে কেউ ঢুকতে বা বের হতে পারবে না। কেউ লকডাউন ঘোষণা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওই সময় চাটমোহর থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন, মেডিকেল অফিসার ডা. রুহুল কুদ্দুস ডলারসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।