চীন থেকে আসা যাত্রীকে হাসপাতালে ভর্তি
করোনা ভাইরাসের কেন্দ্রস্থল চীন থেকে আসা এক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
জ্বর থাকা এ যাত্রীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা জহিরুল ইসলাম।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে।
এ ভাইরাসে দেশটিতে সাত হাজার ৭১১ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভাইরাসটি ছড়িয়ে পড়েছে চীনের ৩১ প্রদেশের সবগুলোতে।
চীনের প্রতিবেশী দুই দেশ ভারত ও নেপালে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশে এ ভাইরাসে এখনো কেউ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।