জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে হচ্ছে অত্যাধুনিক ইনডোর কমপ্লেক্স
চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ইনডোর কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অর্থায়নে খেলোয়াড়দের অনুশীলনের জন্য এই কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। ২০১৯ সালের মার্চে এ প্রকল্পের কাজ শেষ হবে।
মঙ্গলবার নির্মাণকাজের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।
এ বিষয়ে সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “পতেঙ্গা আউটার রিং রোডের প্রকল্পে ফ্লাইওভার নির্মাণের কারণে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পুরনো ইনডোর কমপ্লেক্সটি ভাঙা হয়েছে। এজন্য সিডিএ নতুন একটি ইনডোর কমপ্লেক্স গড়ে দিচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় তিন কোটি টাকা। সম্পূর্ণ স্টিল স্ট্রাকচারে এ কমপ্লেক্স গড়া হবে। যেখানে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। মার্চে এ প্রকল্পের কাজ শেষ হবে।”
উল্লেখ্য, পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ আউটার রিং রোড তৈরি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ইতোমধ্যে এ প্রকল্পের কাজ শেষ হয়েছে। চলছে সংযোগ সড়ক নির্মাণ কাজ।