জাপান থেকে আরও ৮ লাখ ডোজ টিকা ঢাকার পথে
বাংলাদেশকে প্রায় ৮ লাখ ডোজ কোভিড-১৯ টিকার আরেকটি চালান বিমানযোগে পাঠাচ্ছে জাপান। দেশটিতে স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকা টিকাই এ চালানে আসছে।
আজ শুক্রবার (৩০ জুলাই) রাতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ দেশটির নারিতা বিমানবন্দরে চালান পাঠানোর সময় উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অল নিপ্পন এয়ারলাইন্সের একটি বিমানে এবার মোট ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার এ চালান ঢাকার উদ্দেশ্যে উড়াল দিয়েছে। এটিসহ বাংলাদেশকে মোট ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ দিল জাপান।
আগামীকাল শনিবার (৩১ জুলাই) টিকাবহনকারী ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির অধীনে বাংলাদেশকে মোট ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বন্ধুপ্রতিম দেশ জাপান।
টিকাবহনকারী ফ্লাইটকে আনুষ্ঠানিক বিদায় জানাতে নারিতা বিমানবন্দরে বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর অ্যান্ড হেড অব চ্যান্সেরি মিশনের শেখ ফরিদ, ফার্স্ট সেক্রেটারি তুশিতা চাকমাও উপস্থিত ছিলেন।