জাপান থেকে দেশে এসে পৌঁছেছে ২.৪৫ লাখ ডোজ অক্সফোর্ডের ভ্যাকসিন
জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজের একটি চালান আজ দেশে এসে পৌঁছেছে।
আজ বেলা ২:৪৫ এর দিকে ভ্যাকসিন নিয়ে একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বিমানবন্দরে উপস্থিত থেকে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন দেশে ভ্যাকসিনের কোনো অভাব হবে না। সে সময় তিনি ঘোষণা দিয়েছিলেন আগামী শুক্রবারের মধ্যেই দেশে আরও ২৮ লাখ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছাবে।
কোভ্যাক্স কর্মসূচির আওতায় এ ভ্যাকসিনগুলো পেয়েছে বাংলাদেশ।
প্রায় ১৫ লাখের মতো মানুষ অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছে এখনো।
দেশে এখন পর্যন্ত ৫৮ লাখ ২০ হাজার মানুষ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন। দুই ডোজই পেয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার মানুষ।