জাবিতে উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (৬ নভেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিক অনুষদের পাশে মুরাদ চত্বরে অবস্থান নেন শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল বের করেন তারা।
অতঃপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংহতি সমাবেশে অবস্থান নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এই সমাবেশে সংহতি প্রকাশ করে অংশ নিয়েছেন অধ্যাপক আনু মোহাম্মদসহ বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক এবং ৩ শতাধিক শিক্ষার্থী।
প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই আন্দোলন চলছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় ৮ জন শিক্ষকসহ অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এরপর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেন প্রশাসন। একইদিন বিকাল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়।