জাহাঙ্গীরনগর ও নর্থ সাউথের ছাত্রসহ ৪ ‘নব্য জেএমবি’ সদস্য বগুড়ায় গ্রেপ্তার
গোপন বৈঠকের পাশাপাশি দলীয় কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে বগুড়ায় আসা নব্য জেএমবির ৪ সদস্যকে শুক্রবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে বগুড়া পুলিশের গোয়েন্দা শাখা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের শিক্ষার্থী তানভির আহম্মেদ, জেএমবি'র মিডিয়া শাখার প্রধান মো: জাকারিয়া জামিল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র মো: আতিকুর রহমান ও মধ্যপ্রাচ্য যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া সংগঠনের অন্যতম সদস্য আবু সাইদ সংগঠনের কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি ড্রেন তৈরি ও নাশকতার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
তাদের কাছ থেকে ৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন বোমা তৈরির উপকরণ, আগ্নেয়াস্ত্র , গুলি ও ধারালো অস্ত্র পুলিশ উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্যদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। রিমান্ডের আবেদন করা হয়েছে ১০ দিনের।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জর উপ-মহাপুলিশ পরিদর্শক মো: আব্দুল বাতের এসব তথ্য জানিয়ে বলেন, তানভির আহম্মেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ঢাকার আশুলিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, তানভির আহম্মেদ ও তার স্ত্রী ইলেকট্রনিক সমগ্রীর পাশাপাশি ড্রোন তৈরির সরঞ্জামসহ ঢাকার আশুলিয়ায় গ্রেপ্তার হন।
জাকারিয়া জামিল জঙ্গি সংক্রান্ত আরবি লেখা বাংলায় অনুবাদ করে প্রকাশের দায়িত্ব পালন করতেন। অন্যদিকে, আতিকুর রহমানের দায়িত্ব ছিল সংগঠনের জন্য অর্থ এবং সদস্য সংগ্রহ করা।