জেএসসিতে ‘জিপিএ-৫ না পাওয়ায়’ স্কুল ছাত্রীর আত্মহত্যা
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ‘জিপিএ-৫ না পাওয়ায়’ বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সাহিদা আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) দুপুর ১ টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি ‘আত্মহত্যা’ করে বলে জানিয়েছেন বরিশালের কাউনিয়া থানার ওসি আজিমুল করিম।
সাহিদা বরিশাল নগরীর কাউনিয়া প্রথমগলি এলাকার রফিকুল ইসলাম শাহিনের মেয়ে। সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবার তিনি জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
সাহিদার স্বজনদের বরাত দিয়ে ওসি আজিমুল জানান, সাহিদা মেধাবী ছাত্রী ছিলেন। তার প্রত্যাশা ছিলো জেএসসিতে জিপিএ-৫ পাবেন। সেভাবেই সে পড়ালেখা করেছিলেন। তবে দুপুরে বিদ্যালয় থেকে পাওয়া ফলাফলে জানতে পারেন তিনি শুধু, ‘এ’ গ্রেড পেয়ে পাস করেছেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। কাঁদতে থাকেন। একপর্যায়ে বাসার সকলের অগোচরে রুমের দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন সাহিদা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাহিদাকে মৃত ঘোষণা করেন।
ওসি আজিমুল করিম জানান, ময়না তদন্তের জন্য সাহিদার মরদেহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।