জোয়ারের পানি বৃদ্ধি, ভোলার চরাঞ্চল থেকে সরিয়ে নেয়া হচ্ছে মানুষ
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ইতিমধ্যে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনা ও ভোলা জেলার কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর জানিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা।
"কোস্ট গার্ডের সহায়তায় কিছু লোককে সরিয়ে নেয়া হচ্ছে," বলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
ইয়াস মোকাবেলায় মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল প্রস্তুতিমূলক সভায় একথা জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে বিভিন্ন জেলার জেলা প্রশাসক, মেয়র ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের এলাকার অবস্থা ও প্রস্তুতি সম্পর্কে সভায় অবহিত করেন।
ভোলা জেলা প্রশাসক বলেন, "জোয়ারের কারণে চর ফ্যাশনের কিছু চরে ইতিমধ্যে পানি বৃদ্ধি পেয়েছে। চর নিজাম ও ঢাল চর থেকে কিছু লোক সরাচ্ছি। কোস্ট গার্ড সহায়তা করছে।"
৭০৯টি আশ্রয় কেন্দ্র, ৭৬টি মেডিকেল টিম, ১৩০০০ সিপিপি ভলান্টিয়ার রেডি আছে। পাশাপাশি ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানান তিনি।
এদিকে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, "জোয়ারের পানি বেড়ে গেছে। কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে"।
"উপকূলে ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধের কিছু অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গেও সভা করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে তারা যেন প্রস্তুত থাকে যাতে ক্ষতি হলে সঙ্গে সঙ্গে মেরামতের কাজ শুরু করতে পারে, " বলেন তিনি।
৬৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানান জেলা প্রশাসক।