টিকা নেওয়ার পরও আক্রান্ত: সুস্থ হওয়ার অন্তত চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে
ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তারা কবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিবেন নাকি আবার নতুন করে দুই ডোজ ভ্যাকসিন নেবেন তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে শঙ্কার কোন কারণ নেই, তাদের ক্ষেত্রে সুস্থ হওয়ার চার থেকে ছয় সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।
ডা. এ এস এম আলমগীর বলেন, 'কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে সুস্থ হওয়ার চার থেকে ছয় সপ্তাহ পর ভ্যাকসিন নিতে পারবেন। আর কেউ যদি প্রথম ডোজ নেওয়ার পর কোভিড পজিটিভ হন তিনিও সুস্থ হওয়ার চার থেকে ছয় সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেবেন। সেক্ষেত্রে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার নির্ধারিত তারিখের পর তাকে ভ্যাকসিন নিতে হবে'।
নির্ধারিত সময়ের পর ভ্যাকসিন নিতে গেলে কোন সমস্যা হবে না উল্লেখ করে ডা. আলমগীর বলেন, কোভিড পজিটিভ হওয়ার কারণে দেরিতে ভ্যাকসিন নিচ্ছেন সেটি টিকাকেন্দ্রে জানালেই হবে।
ডা.আলমগীর বলেন, 'প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পর কেউ কোভিড পজিটিভ হলেও দ্বিতীয় ডোজ নেওয়ার পর তার সুরক্ষায় কোন ঘাটতি হবেনা। বরং কোভিড পজিটিভ হওয়ার পর তার শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেই অ্যান্টিবডি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের সঙ্গে বুস্টার হিসেবে কাজ করবে'।
৭ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে দেশব্যাপী ভ্যাকসিনেশন শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। এদের মধ্যে কারো কারো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তবে ভ্যাকসিন নেওয়ার পর এখন পর্যন্ত কত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকা নেওয়ার পরও কোভিড -১৯ এ আক্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়।
তাদের মতে, ভ্যাকসিন ভাইরাসের সংক্রমণ হ্রাস করে, মৃত্যুহার কমিয়ে আনে এবং আক্রান্ত অঙ্গের ক্ষতিসাধন রোধ করে। তবে ভ্যাকসিন কখনো মানুষকে পুরোপুরি সংক্রমণের হাত থেকে রক্ষা করবে না। কোন ভ্যাকসিনই শতভাগ সুরক্ষা দেয় না।
বরং ভ্যাকসিন গ্রহণের পরও কঠোরভাবে করোনাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং দেশের অন্যতম শীর্ষ ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম টিবিএসকে বলেন, 'ভ্যাকসিনের প্রথম ডোজে শরীরে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি তৈরির আগেই হয়তো কেউ কেউ করোনাভাইরাসের আক্রান্ত হচ্ছেন। তারা সুস্থ হওয়ার কিছুদিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে'।
তিনি বলেন, 'ভ্যাকসিন নেওয়ার পর কোভিড পজিটিভ হয়েছি তাই আর ভ্যাকসিন নেবো না সেটা ভাবার কারণ নেই। ভ্যাকসিনের দুই ডোজ পূরণ করলে করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা তৈরি হবে। তা না হলে আবার আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়'।
দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশের পরীক্ষাগারগুলোতে যে নমুনা জমা পড়েছে তাতে কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৩৫০ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৩ হাজার ২৪ জনে।
এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও সপ্তাহজুড়ে ওঠানামা করছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১ বছরে কোভিডজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৭৬৩ জনে।
বুধবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে করোনা বৃদ্ধি প্রসঙ্গে দেশবাসীকে আরো সতর্কভাবে স্বাস্থ্যবিধি বজায় রেখে চলাফেরার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "গতমাসে সংক্রমনের হার ছিল মাত্র ২ শতাংশ। সেটি গতকাল হয়ে গেছে ১৩ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনার জন্য বেডের সংখ্যা আবারও বৃদ্ধি করা হচ্ছে। নতুন করে আরও অন্তত ৫টি হাসপাতালকে কোভিড ডেডিকেটেডে হাসপাতাল করা হয়েছে। তবে, দেশের মানুষ যদি মাস্ক না পড়েন, স্বাস্থ্যবিধি না মেনে চলেন তাহলে ভবিষ্যতে করোনা পরিস্থিতি সামলানো মুশকিল হতে পারে।"