ট্রাক চালকদের ধর্মঘট, কাল থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ
নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনের দাবিতে আগামীকাল বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।
নতুন সড়ক পরিবহন আইন স্থগিতসহ ৯ দফা দাবিতে তাদের এ কর্মসূচি। পরিষদের যুগ্ম আহ্ববায়ক আলহাজ্ব মকবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানান তিনি।
১৭ দিনের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সোমবার (১৮ নভেম্বর) থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
নতুন আইন বাস্তবায়নের লক্ষ্যে গতকাল প্রথমদিন রাজধানীর বিভিন্ন স্থানে ১০ টি ভ্রাম্যমাণ আদালত কার্যকর ছিল। আইন অমান্যের অপরাধে দায়ের করা হয়েছে মোট ৮৮ টি মামলা আর মোট ১ লাখ ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।