ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী-পুত্রও করোনাভাইরাসে আক্রান্ত
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের ছেলে বারিষও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন।
জাতীয় ঐক্য ফ্রন্টের অফিস চিফ জাহাঙ্গীর আলম মিন্টু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়েছিলেন শিরিন হক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হোম আইসোলেশনে রয়েছেন।
এর আগে, ২৫ মে নিজ প্রতিষ্ঠানের উদ্ভাবিত জি-র্যাপিড ডট ব্লট কিট ব্যবহার করে ডা. জাফরুল্লাহ চৌধুরী জানতে পারেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
পরে ২৮ মে তার নমুনা সংগ্রহ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রেজাল্টও 'পজিটিভ' এসেছে।