ডেঙ্গুতে ভিকারুননিসা স্কুলছাত্রীর মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইসরা তাসকিন অস্মিতা (১৩) মারা গেছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে লালমাটিয়ার মিলেনিয়াম হার্ট ও জেনারেল হাসপাতালে তিনি মারা যান বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন হাসপাতালটির তথ্য কর্মকর্তা মেহেদী হাসান।
ভিকারুননিসা নূন স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইসরা তাসকিন পরিবারের সাথে রাজধানীর আজিমপুরে থাকতেন। তার বাবা আমানত মাওলা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী।
ইসরার পরিবারের সাথে কথা বলে জানা যায়, কয়েকদিন আগে তিনি, তার বাবা-মা ও একমাত্র ছোটবোন ডেঙ্গুতে আক্রান্ত হন। তাদেরকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ইসরার অবস্থার অবনতি হলে ২৬ আগস্ট তাকে মিলেনিয়াম হার্ট ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।
বছরের প্রথম দিন থেকে গত মঙ্গলবার (৩ আগস্ট) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশের হাসপাতালগুলোতে ৭২ হাজার ৭৪৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৮১১ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত জানুয়ারি থেকে ডেঙ্গু সংক্রান্ত ১৮৫টি মৃত্যুর খবর পেয়েছে। তবে সংস্থাটি এখন পর্যন্ত ৯৬টি ঘটনা পর্যালোচনা করে নিশ্চিত করেছে যে তাদের মধ্যে ৫৭টি মৃত্যুর কারণ ছিল ডেঙ্গু।