ঢাকার পথে জাপানের উপহারের ৭.৮১ লাখ ডোজ টিকা
জাপানের উপহারের কোভিড-১৯ টিকার চতুর্থ চালান আজ ঢাকার উদ্দেশ্যে জাপান ছেড়েছে।
জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ৯টা ৪৩মিনিটে অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি ফ্লাইট ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে জাপানের নারিতা বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা দিয়েছে।
শনিবার ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই টিকার চালান ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এ চালানসহ এনিয়ে ২৪ লাখের বেশি ডোজ টিকা বাংলাদেশকে উপহার দিলো জাপান।
কোভ্যাক্স কর্মসূচির আওতায় এই ভ্যাকসিনগুলো পাঠাচ্ছে দেশটি।
জাপানের উপহারের টিকার চালানটি নিয়ে ফ্লাইটটি ঢাকার পথে যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ।