ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ, দক্ষিণে ইশরাক
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াইয়ের জন্য তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “দলের স্থায়ী কমিটিতে আলোচনা করে দুজনকে চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী দুজনেই উচ্চ শিক্ষিত। তারা বয়সেও তরুণ। আশা করছি তারা মানুষের কাছাকাছি যেতে পারবেন এবং তরুণ সমাজের কাছে গ্রহণযোগ্যতা পাবেন।”
ঢাকা দুই ভাগ হওয়ার পর ২০১৫ সালে প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরে মেয়র পদে লড়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল। ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তাবিথের বর্জনের পর ঢাকার মেয়র নির্বাচিত হন প্রয়াত আনিসুল হক।
অন্যদিকে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক এবারই প্রথম কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের ইশরাক বলেন, “গত ২৯ ও ৩০ তারিখ এই কমিশনের অধীনে কী নির্বাচন হয়েছে? আমি তাদের থেকে খু্ব বেশি আশা করতে পারছি না। তারপরেও যেহেতু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছি, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিতে যাচ্ছি।”
আগামী ৩০ জানুয়ারি রাজধানীর এই দুই সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। দলীয় প্রতীকের মেয়র নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।