ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার দীর্ঘ যানজট
ঈদে ঘরমুখো মানুষের চাপে সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
সকাল থেকে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের লম্বা সারি দেখা গেছে মহাসড়কে। ফলে অনেক জায়গায় গাড়ি চলছে অত্যন্ত ধীরগতিতে। যানজট পরিস্থিতি সহনীয় রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে কাজ করছে পুলিশ।
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ দিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন হাজার হাজার মানুষ। ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে অপেক্ষমান ঘরমুখো এসব মানুষের চাপ রয়েছে। বাস, মিনিবাস, সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন তারা। দুপুরে পোশাক কারখানা একযোগে ছুটি হল মানুষের চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে, চলমান বিআরটি প্রকল্পের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছোট-বড় গর্ত রয়েছে। এর সঙ্গে মানুষের আধিক্য ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এ মহাসড়কে গাড়ি চলছে ধীরগতিতে। ফলে, বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যানবাহন সংকটে গন্তব্যে যেতে বেগ পেতে হচ্ছে যাত্রীদের। অনেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন।
যানজট নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ কাজ করছে।
হাইওয়ের ট্রাফিক নিয়ন্ত্রণে টাঙ্গাইল অংশে ৬০৩ জন পুলিশ সদস্য কাজ করছেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশের সুপার সঞ্জিত কুমার রায়।