ঢাকা-১০ উপনির্বাচনে প্রথম দুই ঘণ্টায় ৭৪ ভোট
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে ঢাকা-১০ উপনির্বাচনে শনিবার ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় ঢাকা সিটি কলেজের তিনটি কেন্দ্রে ১০ হাজার ৪৭৪ ভোটের মধ্যে মাত্র ৭৪ ভোট পড়েছে।
এছাড়া ধানমণ্ডি কাকলী হাই স্কুল এন্ড কলেজের দুই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৫টি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় সংসদের ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আজ সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল ৯টা ১০ মিনিটে ধানমণ্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে তার ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে, সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে কোনো কেন্দ্রেই বিএনপি এবং জাতীয় পার্টির পোলিং এজেন্ট খুঁজে পাওয়া যায়নি।
তবে, করোনা সতর্কতায় কেন্দ্রের সব বুথে ভোট দেওয়ার আগে ও পরে হ্যান্ডস্যানিটাইজার সরবরাহ করতে দেখা যায়।
কোনো বিরতি ছাড়াই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করছে নির্বাচন কমিশন।