ঢাবি ক ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০.৭৬%
২০২০-২১ শিক্ষাবর্ষের 'ক' ইউনিটে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বুধবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
এ বছর 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ১০ হাজার ১৬৫ জন; পাসের হার ১০.৭৬ শতাংশ।
'ক' ইউনিটে মোট আবেদন করেন এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। মোট আসন রয়েছে এক হাজার ৮১৫টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৬৫ জন।
উল্লেখ্য, গত ১ অক্টোবর ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হয় ঢাবির 'ক' ইউনিট ভর্তি পরীক্ষা।