ঢাবি খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৩.১১% অকৃতকার্য
২০২০-২১ শিক্ষাবর্ষের 'খ ইউনিটে' ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
চলতি বছর ৪৭ হাজার ৬৩২ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ৫২৪ জন পরীক্ষায় অংশ নেন।
ভর্তি পরীক্ষায় পাস করেছেন মোট সাত হাজার ১২ জন। পাসের হার প্রায় ১৬ দশমিক ৮৯ শতাংশ।
গত ১ অক্টোবর খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।