তাপসের ছাড়া আসনে প্রার্থী হতে চান খোকন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পাওয়ার পর ঢাকা-১০ আসন থেকে নিজের সংসদ সদস্য পদ ছেড়ে দিয়েছিলেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। এবার সেই আসনেই উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র তুলেছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ।
শুক্রবার বিকেলে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন ঢাকা দক্ষিণের মেয়র পদে মনোনয়নের দৌড়ে তাপসের কাছে হেরে যাওয়া খোকন।
মনোনয়ন পত্র কেনার পর একটি গণমাধ্যমকে তিনি বলেন, “আমি মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছি। এখন সিদ্ধান্ত দলের।”
সাঈদ খোকন ছাড়াও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এবং ভাসানটেক থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াদ আলী ফকিরও আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন।
উপ-নির্বাচনের জন্য ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২৩ ফেব্রুয়ারি বাছাই শেষে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ১ মার্চ প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচার।