তিউনিশিয়া উপকূলে জাহাজডুবিতে প্রাণ হারালো ১৭ বাংলাদেশি
লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালি যাওয়ার সময় তিউনিশিয়া উপকূলে জাহাজডুবিতে অন্তত ১৭ জন বাংলাদেশি অভিবাসী ডুবে নিহত হয়েছে। এখন পর্যন্ত ৩৮০ জনকে উদ্ধা করেছে কোস্টগার্ড। বুধবার (২১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছে তিউনিশিয়া রেড ক্রিসেন্ট।
লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জুওয়ারা উপকূল থেকে সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীদের নিয়ে জাহাজটি যাত্রা শুরু করেছিল।
"লিবিয়ার জুওয়ারা উপকূল থেকে ছেড়ে যাওয়া জাহাজটি থেকে ৩৮০ জনকে উদ্ধা করা হয়েছে, ১৭ জন বাঙালি মারা গেছে," বলেন রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম।
সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির উন্নতির সুযোগে তিউনিশিয়া এবং লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসনপ্রত্যাশীদের পাড়ি জমানোর প্রবণতা বেড়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষ এভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। তাদের অনেকেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সংঘাত ও দারিদ্র্য থেকে মুক্তি পেতেই এ পথে পা বাড়ান।
ইউরোপে ঢোকার অন্যতম পথ ইতালিতে প্রবেশের সংখ্যা কমে আসলেও ২০২১ সালে এসে আবারও এ সংখ্যা বাড়তে শুরু করেছে।
- সূত্র: রয়টার্স