দক্ষিণ আফ্রিকায় চার বাংলাদেশিকে অপহরণ
দক্ষিণ আফ্রিকায় চার বাংলাদেশিকে অপহরণের ঘটনায় মুক্তিপণ চেয়ে মালেশিয়া থেকে ফোন করে দেশে স্বজনদের টাকা প্রস্তুত রাখতে বলা হয়েছে।
এর আগে, ২৬ আগস্ট দেশটির ফ্রি স্টেট প্রদেশের উইনবার্গ থেকে দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে একটি গাড়ি নিয়ে রওয়ানা হন ওই চার বাংলাদেশি। এর পর থেকে তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না।
এক সপ্তাহে ধরে খুঁজে না পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়ে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন নিখোঁজদের একজনের বড় ভাই। পুলিশের সূত্র দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম।
ফ্রি স্টেট প্রদেশ পুলিশের মুখপাত্র কর্নেল থান্দি এমম্বো গণমাধ্যমে জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের একজনের ভাই মোহাম্মদ আবদুল হক উইনবার্গ থানায় মামলাটি করেছেন।
তিনি আরও বলেন, পুলিশ নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের জন্য কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীদের অপহরণ করে অর্থ আদায় করার বেশ কিছু ঘটনা ঘটেছে। অর্থ আদায়ে সফল না হলে অপহৃতকে গুম করে ফেলার ঘটনাও বেড়ে গেছে। এসব অপহরণের পেছনে পাকিস্তানি ও বাংলাদেশিদের একটি চক্র কাজ করছে বলে অভিমত স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের।