দেশে অনিবন্ধিত ফার্মেসির সংখ্যা ১২,৫৯২
দেশে অনিবন্ধিত ফার্মেসির সংখ্যা ১২ হাজার ৫৯২টি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চলতি বছরের আগস্ট পর্যন্ত এক হিসাব অনুযায়ী আজ সংসদ অধিবেশনে মন্ত্রী এই তথ্য উপস্থাপন করেন।
অনিবন্ধিত ওষুধের দোকান শনাক্ত ও লাইসেন্স প্রদানের কাজ চলছে বলেও জানান তিনি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে সাংসদ নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩ আসন) লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য দেন।
তিনি আরও জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের অধীনে আট বিভাগীয় দপ্তর ও ৫৫ জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তারা দেশের বিভিন্ন স্থানের ফার্মেসিগুলো নিয়মিত পরিদর্শন করেন।
অনিবন্ধিত দোকান পাওয়া গেলে তাদের কারণ দর্শানো নোটিশ দেখাতে বলা হয়। এসব দোকান মালিকদের নির্দিষ্ট শর্তসাপেক্ষে লাইসেন্স সংগ্রহের সুযোগ দেওয়া হয় বলে জানান তিনি।
মন্ত্রী আরও জানান, অনিবন্ধিত ফার্মেসি মালিকদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে জরিমানাসহ তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
প্রয়োজনে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় বলেও উল্লেখ করেন তিনি।