দেশে একদিনে সর্বোচ্চ কোভিড-১৯ পরীক্ষা
বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ পরীক্ষা হয়েছে গত ২৪ ঘন্টায়।
গত ২৪ ঘন্টায় দেশের ২১৯টি ল্যাবে ২৬ হাজার ৩৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয় যার মধ্যে পরীক্ষা করা হয় ২৫ হাজার ৯৫৪টি। পরীক্ষা করা এসব নমুনার মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৫৪ জন ব্যক্তির দেহে যা গত আট মাসে সর্বোচ্চ।
কোভিড-১৯ সংক্রমণের প্রায় ১ বছরে দেশে এ পর্যন্ত ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা হয়েছে যার মধ্যে কোভিড পজিটিভ এসেছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বিগত এক বছরে মৃত্যুর এ মিছিলে নাম উঠল ৮ হাজার ৭৩৮ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৩৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।