দেশে ফিরছেন ২৮ হাজার ৮৪৯ প্রবাসী বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ২৮ হাজার ৮৪৯ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরবেন যাদের বেশির ভাগই মধ্যপ্রাচ্য থেকে আসছেন।
বুধবার এ বিষয়ে পঞ্চম আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "আমাদের ধারণা মতে, আগামী কয়েক সপ্তাহে প্রায় ২৮ হাজার ৮৪৯ জন প্রবাসী দেশে আসতে পারেন। আমরা তাদের জন্য কী ব্যবস্থা করছি, তা নিয়ে আলাপ করেছি।"
এর আগে গত সপ্তাহে তিন হাজার ৬৯৫ প্রবাসী বাংলাদেশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফিরে এসেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
তিনি বলেন, "আন্তমন্ত্রণালয় বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সুবিধা-অসুবিধার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অনেকে ফিরছেন। আমাদের কোয়ারেন্টিন সুবিধা কতটা আছে, সেটা যাচাই–বাছাই করে আমরা তাদের দেশে নিয়ে আসছি। গত সপ্তাহে আমরা মধ্যপ্রাচ্য থেকে ৩ হাজার ৬৯৫ জনকে ফিরিয়ে এনেছি।"