দেশে মডার্না ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্না ইনকর্পোরেশনের তৈরি এমআরএনএ ভ্যাকসিন বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
মঙ্গলবার রাতে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "ভ্যাকসিনটির ডোসিয়ার (ক্লিনিক্যাল ট্রায়াল পার্ট, সিএমসি পার্ট এবং রেগুলেটরি স্ট্যাটাস) মূল্যায়ণপূর্বক কোভিড-১৯ চিকিৎসার জন্য পাবলিক হেলথ ইমারজেন্সির ক্ষেত্রে ঔষধ, ইনভেস্টিগেশনাল ড্রাগ, ভ্যাক্সিন এবং মেডিক্যাল ডিভাইস মূল্যায়নের নিমিত্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর গত ২৭ জুন Moderna TX Inc. USA কর্তৃক উৎপাদিত MODERNA mRNA-1273 COVID-19 VACCINE এর অনুকূলে ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশন (ইইউএ) প্রদান করেছে।"
বিজ্ঞপ্তিতে বলা হয়, "ভ্যাকসিনটি ১৮ বছর এবং তদুর্ধ্ব ব্যক্তির জন্য ব্যবহারযোগ্য। উক্ত ভ্যাকসিন বাংলাদেশ সরকারের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের মধ্যে প্রদান করা হবে। ভ্যাকসিনটির ১ম ডোজ গ্রহণের ৪ সপ্তাহ পর ২য় ডোজ নেওয়া যাবে। সংরক্ষণ তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রী সেলসিয়াস। ভ্যাকসিনটি ব্যবহারের পূর্বে ২-৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন এবং ৮-২৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।"
এদিকে কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারণ কোম্পানি মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন আগামী শুক্র ও শনিবার দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, "আগামী ২ ও ৩ জুলাই এই দুইদিনে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসতে পারে। এছাড়া আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে চীনের ভ্যাকসিনও দেশে আসবে।"