ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশে মঙ্গলবার স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, খবর সময় টিভির।
এর আগে, সোমবার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধিত আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয় মন্ত্রীসভায়।
ধর্ষণ ও নিপীড়নের বিচার নিশ্চিতের জোরালো দাবির মুখে সোমবার মন্ত্রীসভায় আইন সংশোধনের এ প্রস্তাব উঠে।
আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত (৯ মাসে) ৯৭৫ জন নারীকে ধর্ষণ, ৪৩ জন নারীকে ধর্ষণের পর হত্যা এবং ১৯৯২ জন নারীকে ধর্ষণ করার চেষ্টা হয়েছে।