ধামরাইয়ে ইজিবাইকের উপর গাছ পড়ে পাঁচ জনের মৃত্যু
বয়স্কভাতা নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কে গাছ কাটার সময় যাত্রীবাহী ইজিবাইকের উপর গাছ পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেনে আরো অন্তত তিন জন। সোমবার দুপুর সোয়া ২টার দিকে কালামপুর-মির্জাপুর সড়কের মাদারপুর মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাইচাল গ্রামের নুরু (৬৫), কামারপাড়া গ্রামের শামসুল (৭০), তেলিগ্রামের মাজেদা (৬৫) ও একই গ্রামের আয়শা (৬০)। এছাড়া শেফালীসহ আহত রয়েছেন আরো তিন জন। নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা নিয়ে ইজিবাইক যোগে বাড়ি ফিরছিলেন তারা। এসময় কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর মিলগেট এলাকায় পৌছলে সড়কের দুই পাশে কাটতে থাকা গাছ তাদের ইজিবাইকের উপর পড়ে। এসময় ঘটনাস্থলেই চার যাত্রী মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে আহতদেরকে কাওয়ালীপাড়া জনকল্যাণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ হোসেন জানান, নিহতরা সবাই বালিয়া ইউনিয়ন থেকে বয়স্কভাতা নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। সড়কের পাশের গাছ কাটার সময় তাদের ইজিবাইকের ওপর পড়লে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনে মৃত্যু হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ধামরাইয়ে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের গাছ কাটার কাজ চলছিল। এসময় দুর্ঘটনাবশত একটি গাছ যাত্রীবাহী একটি ইজিবাইকের উপর পড়ে গেলে অন্তত সাত জন গুরুতর আহত হন। এদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।