পদ্মা উত্তাল, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজও নৌ চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় আজ দ্বিতীয়দিনের মতো শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া প্রতিকূল হওয়ায় দুর্ঘটনা এড়াতে নদীতে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
ফেরি ও নৌযান বন্ধ থাকা শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে ছোট-বড় মিলিয়ে সহস্রাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী। দীর্ঘ অপেক্ষা ও গুড়িগুড়ি বৃষ্টিতে এসব যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে ২নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অনূকূলে আসার আগে ফেরি চলাচলা করবে না। বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে শিমুলিয়া ঘাটে ২টি ও বাংলাবাজার ঘাটে বাকি ১২টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।