পদ্মা সেতুর টোল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: কাদের
পদ্মা সেতুর টোল নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানালেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে চলাচল করা সব গাড়িকেই টোল দিতে হবে।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, “সেতুর নির্মাণপ্রক্রিয়া এগিয়ে চলেছে। কিন্তু টোলের ব্যাপারটা নির্ধারণ হওয়ার আগেই কীভাবে আগাম কথা বলব? মূলত পদ্মা সেতুর টোলের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।”
মহাসড়কে টোল আরোপের বিষয়ে তিনি বলেন, “যাত্রীবাহীসহ সব গাড়িকেই টোল দিতে হবে। পৃথিবীর সব দেশে রাস্তা ব্যবহারের জন্য টোল দিতে হয়। কোন মহাসড়কে কত এবং কোন গাড়ির জন্য কত টাকা টোল ধার্য হবে, সেটি নিয়মের মধ্যে আনা হচ্ছে।”
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, “জাতীয় মহাসড়কের মধ্যে যেগুলো চার, ছয় এবং আট লেনের বা নতুনভাবে নির্মাণকৃত মহাসড়ক, আপাতত সেগুলোতেই আমরা টোল আরোপের চিন্তা-ভাবনা করছি।”
আলোচনার ফাঁকে ছাত্রলীগের কমিটির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে কি না সেটিও জানতে চান সাংবাদিকরা। ওবায়দুল কাদের বললেন, “প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্বাচন করেছেন। আমি নেত্রীর পক্ষ থেকে ঘোষণা দিয়েছি। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ইউনিভার্সিটি ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ একসঙ্গে প্রেসিডেন্ট, সেক্রেটারিদের নাম ঘোষিত হয়েছিল। এটা নেত্রী নিজেই নির্ধারণ করে দিয়েছিলেন।”
ছাত্রলীগের এই কমিটির বিষয়ে নতুন কোনো বিবেচনা এলে, কিংবা সংযোজন বা পরিবর্তনের প্রশ্ন দেখা দিলে প্রধানমন্ত্রী ও দলনেত্রী শেখ হাসিনা নিজেই সেটি করতে পারেন বলে জানালেন কাদের।
ছাত্রলীগের আগাম সম্মেলনের সম্ভাবনার বিষয়েও সাংবাদিকরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে তিনি আগাম কোনো সিদ্ধান্ত না পাবার কথা বলেন।
তিনি বললেন, “যেহেতু এটি দলের অভ্যন্তরীণ বিষয়, পুরোপুরিভাবে নেত্রী নিজেই দেখেছেন, তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন-- তিনি দলের চারজনকে ছাত্রলীগের বিষয়টি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন।”