পরীক্ষার্থীদের জন্য ফেব্রুয়ারিতেই খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান: দীপু মনি
তিনি বলেন, “করোনা পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আগামী ফেব্রুয়ারি থেকে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে মে পর্যন্ত ক্লাস চলমান থাকবে।”
আগামী ফেব্রুয়ারি থেকে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিং এ এসে তিনি আরও বলেন, সিলেবাস ছোট করে এই পরীক্ষাগুলো নেওয়া হতে পারে।
তিনি বলেন, "করোনা পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আগামী ফেব্রুয়ারি থেকে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে মে পর্যন্ত ক্লাস চলমান থাকবে।"