পাটুরিয়ায় ফেরিডুবি: তীব্র স্রোতের কারণে এগোতে পারছে না উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’
মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে রো রো ফেরি হেলে পড়ায় উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়' নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে বুধবার বেলা ১১টায়। জাহাজটি মুন্সিগঞ্জের লৌহজং হয়ে পদ্মা সেতু অতিক্রম করে গন্তব্যে পৌঁছাবে।
পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এগোতে পারছে না। দুটি ট্যাগ বোটের বোর্ডের সাহায্যে মেঘনা নদী পাড়ি দিতে পারলেও পদ্মা -মেঘনার মোহনায় নোঙ্গর করে রাখা হয়েছে গতকাল রাত থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
উদ্ধারকারী জাহাজ কমান্ডার মাসুদ উল হক বলেন, 'গতকাল সন্ধ্যায় মেঘনা পাড়ি দিয়ে পদ্মা নদীতে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এগুতে থাকি। অল্প কিছুদূর এগোলে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে নোঙ্গর করতে বাধ্য হই। রাতে কয়েকবার চেষ্টা করলে এগোনোর থেকে পিছিয়ে পড়ি। টানা বা ট্যাগ বোট গড়াল ৪ ও নদীর জোয়ারের পানি অপেক্ষায় রয়েছি। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়কে তিনটি টাগবোট এবং জোয়ারের পানি আসলে চেষ্টা করা হবে এগোনো যায় কি না। তবে কতটা সফলতা আসবে তখন বোঝা যাবে। যদি এগানো যায় তাহলে বিকাল নাগাদ পদ্মা সেতুর নিচ দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে কবে নাগাদ পৌঁছাব এটা সঠিকভাবে বলা খুবই কষ্টকর।'
এর আগে বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর পন্টুনে নোঙর করে যানবাহন নামানো সময় 'শাহ আমানত' নামে রো রো ফেরিটি হেলে পড়ে। এতে ফেরিতে থাকা ১৪ কাভার্ডভ্যান ও ১০-১২টি মোটরসাইকেল পানিতে পড়ে যায়।
এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।