পাবনায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
পাবনার কয়েকটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমের প্রথম কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টির কারণে আমের মুকুল ও উঠতি ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পাবনা সদর, আটঘরিয়া, সুজানগর ও বেড়া উপজেলার অন্তত ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ওপর দিয়ে এই ঝড়-বৃষ্টি বয়ে যায়।
একদন্ত ইউনিয়নের বাসিন্দা কৃষক আল আমিন জানান, বৃহষ্পতিবার বিকেলে হঠাৎ করে আকাশ অন্ধকার করে পুরো এলাকা এক ধরনের ভূতুড়ে পরিস্থিতির সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে ঝড়সহ শিলা বৃষ্টি শুরু হয়। আধা ঘণ্টা ধরে চলা ঝড়-বৃষ্টির কারণে আমের মুকুল, পেঁয়াজ, বোরো ধান, লাউ, কুমড়াসহ উঠতি ফসলের ক্ষতি হয়।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহার উদ্দিন বলেন, ঝড় ও শিলাবৃষ্টির কারণে প্রায় ৫০০ হেক্টর বোরো ধান, ২০০ হেক্টর পেঁয়াজসহ বিভিন্ন উঠতি ফসলের ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির সঠিক পরিসংখ্যান তৈরি করা সম্ভব হয়নি। এজন্য মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন।
ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পেতে আরও দুই-তিন দিন সময় লাগবে বলে জানান তিনি।