পাবনায় স্কুলের প্রধান শিক্ষককে ‘পিটিয়ে হত্যা’র অভিযোগ
‘জমিজমা নিয়ে বিরোধের জেরে’ পাবনার আটঘরিয়ায় আশরাফ আলী (৪৫) নামের এক শিক্ষককে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে তাঁর এক প্রতিবেশীর বিরুদ্ধে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহত শিক্ষকের ছেলে হোসাইন।
নিহত ওই শিক্ষক ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে।
নিহত আশরাফ আলীর ছেলে হোসাইন সাংবাদিকদের জানান, জমি নিয়ে প্রতিবেশি আফজাল হোসেনের সাথে তার বাবার বিরোধ চলছিল।
“এ নিয়ে শনিবার সকালে বাড়ির পাশে মাঠে আফজালের সাথে আমার বাবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে লাঠি দিয়ে আমার বাবাকে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই আমার বাবা মারা যায়। এরপর আমরা থানায় খবর দেই।”
পাবনার আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।