পিইসি ও জেএসসির ফল মঙ্গলবার
আগামীকাল মঙ্গলবার জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসি, জুনিয়র দাখিল সার্টিফিকেট- জেডিসি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী- পিইসি ও ইবতেদায়ি পরীক্ষার ফল প্রকাশিত হবে। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেএসসি-জেডিসির এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন পিইসির ফল ঘোষণা করবেন।
এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি, জেডিসি, পিইসি ও ইবতেদায়ির ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন দীপু মনি এবং জাকির হোসেন। এ সময় উপস্থিত থাকবেন বোর্ডের চেয়ারম্যানরা। একই সভায় প্রধানমন্ত্রী আগামী শিক্ষা বছরের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বোর্ড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের পাশাপাশি ফলাফল মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানা যাবে। চলতি বছর ২ নভেম্বর জেএসসি এবং ১৭ নভেম্বর পিইসি পরীক্ষা শুরু হয়।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী। পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। সারা দেশের সাত হাজার ৪৫৮টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়।