পিইসি পরীক্ষা বর্জনের হুমকি দিলেন প্রাথমিক শিক্ষকরা
নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন প্রাথমিক স্কুলশিক্ষকরা। বেতন-বৈষম্য নিরসনে তাদের দাবিগুলো মেনে না নিলে তাঁরা এ সিদ্ধান্ত নেবেন বলে রাজধানীতে বুধবার সকালে আয়োজিত সমাবেশে ঘোষণা দিয়েছেন তাঁরা।
বিক্ষোভকারী শিক্ষকরা রাজধানীতে শহীদ মিনার চত্বরে সমাবেশ করতে চেয়েছিলেন। সেখানে পুলিশ তাদের বাধা দিলে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন দোয়েল চত্বরে অবস্থান নেন।
সেখানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব শাসুদ্দিন মাসুদ বলেন, ‘পুলিশ আমাদের র্যালি ভেঙে দিয়েছে। কিন্তু দাবি থেকে আমরা নড়ব না।’
সংগঠনের আহ্বায়ক আনিসুর রহমান তাঁর বক্তব্যে তাদের দাবি-দাওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার দাবি জানান।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে সরকারি প্রাথমিক স্কুলগুলোর শিক্ষকদের চৌদ্দটি সংগঠন দীর্ঘ দিন ধরে তাদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছে।
শিক্ষকদের মূল দাবি হচ্ছে, জাতীয় বেতন স্কেলে সহকারী শিক্ষকদের বেতনের গ্রেড ১১ তমে এবং প্রধান শিক্ষকদের গ্রেড ১০এ উন্নীতকরণ।
শিক্ষকরা এসব দাবিতে কিছুদিন আগে কর্মবিরতিও পালন করেছেন।