পীরগঞ্জে আগুন: ফেসবুকে পোস্ট দেওয়া সেই কিশোর গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে রংপুরের পীরগঞ্জের কিশোর পরিতোষ রায়কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত আটটার দিকে জয়পুরহাট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান এবং পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই কিশোরকে এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ধর্ম অবমাননা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত রোববার ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফকে অবমাননা করে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার অভিযোগ দায়ের করা হয় পরিতোষের বিরুদ্ধে। পোস্টটি ভাইরাল হওয়ার পর তার গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে এই কিশোর ও তার পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
এ ঘটনার সূত্র ধরে একদল হামলাকারী তার গ্রাম কাশিবা মাঝিপাড়ায় আক্রমণ করে এবং ২০টি বাড়িঘর পুড়িয়ে দেয়। হামলায় ৬০টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।
তবে পরিতোষ তার গ্রামে একজন যুক্তিসম্পন্ন, শান্ত এবং নিরীহ ছেলে হিসেবেই পরিচিত। এই কিশোর এবার রংপুরের একটি স্কুল থেকে এসএসসি পাশ করেছেন।