ফাইজারের ১০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে না আজ
কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় আজ (৩০ আগস্ট) সন্ধ্যায় ফাইজারের ১০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা থাকলেও তা আসছে না।
নতুন সময়সূচী অনুযায়ী আগামী ১লা সেপ্টেম্বর ভ্যাকসিনের ওই চালান আসার কথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, আজ (৩০ আগস্ট) সন্ধ্যা ৭:১৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে কাতার এয়ারলাইনসে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের ১০ লক্ষ ডোজ ভ্যাকসিন আসার কথা থাকলেও, তা আজ না এসে ১লা সেপ্টেম্বর বিকেল ৫ টায় একই স্থানে, একই ফ্লাইটে দেশে এসে পৌঁছাবে।
এছাড়া, রাত ২:৩০টায় বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের আরো ২০ লক্ষ ডোজ ভ্যাক্সিন দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। সিনোফার্মের ফ্লাইট যথাসময়ে আসবে কি না সেটিও পরে জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।