বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
জাতি গঠনে ভূমিকার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে তার কার্যালয় সংলগ্ন লাউঞ্জে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গঠিত সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী, রেজিস্ট্রার মো. এনামুজ্জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করা হবে। একই সঙ্গে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ নামে গবেষণা প্রতিষ্ঠান চালু করা হবে।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, রচনা প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে বই প্রকাশ করবে।