বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার থেকে
আগামী শুক্রবার ও শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৫৬ জন ভর্তিচ্ছু এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩৫ জন।
নগরীর ১২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
সেখানে তিনি বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের জন্য যাবতীয় প্রস্ততি সম্পন্ন হয়েছে। পরীক্ষায় জালিয়াতি ও অসাদুপায় উপায় প্রতিরোধে এবং অবৈধ পরীক্ষার্থী সনাক্ত করতে পরীক্ষার হলে কান ও মুখ অনাবৃত রেখে প্রবেশ করতে হবে। মোবাইল ফোন এবং ক্যালকুলেটর সহ কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখা যাবেনা।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, ‘ক’, ‘খ’, এবং ‘গ’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ এবং ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এ দুই ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ১১৮ জন।
‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। এ ইউনিটে ৫৮০ আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৫৬৭ জন।
উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভর্তি পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ ছিল গত ১৭ ও ১৮ অক্টোবর। তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ শুন্য থাকায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।