বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকার ডোজ পাঠানো হচ্ছে: হোয়াইট হাউস
মডার্নার তৈরি কোভিড-১৯ টিকার ২৫ লাখ ডোজ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার (২৯) মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি'কে বিষয়টি নিশ্চিত করেন।
নাম না প্রকাশের শর্তে ওই কর্মকর্তা বলেন, "বিশ্বের সব অঞ্চলে মহামারি অবসানে নেতৃস্থানীয় ভূমিকা রাখার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন। তাই করোনাভাইরাসে ব্যাপকভাবে প্রভাবিত বাংলাদেশে মডার্নার তৈরি ২৫ লাখ ডোজ ভ্যাকসিনের চালান পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।"
সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণ ও প্রানহানি বেড়ে যাওযায় গত সোমবার থেকে আংশিক লকডাউন শুরু হয়েছে। কঠোর লকডাউন দেওয়া হবে ১ জুলাই থেকে, প্রতিবেশী ভারতে প্রথম শনাক্ত ডেল্টা ভ্যারিয়েন্ট দেশে সামাজিক সংক্রমণ ছড়ানোয় লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার।
মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে শুক্র-শনিবার: স্বাস্থ্যমন্ত্রী
কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারণ কোম্পানি মর্ডানার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন আগামী শুক্র ও শনিবার দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এছাড়া কুয়েত ও সৌদি আরব প্রবাসী যেসব শ্রমিক দেশে এসে আটকা পড়েছেন তাদের বৃহস্পতিবার (১ জুলাই) থেকে রাজধানীর সাতটি কেন্দ্রে ফাইজারের ভ্যাকসিন দেয়া হবে।
মঙ্গলবার রাতে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আগামী ২ ও ৩ জুলাই এই দুইদিনে মর্ডানার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসতে পারে। এছাড়া আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে চীনের ভ্যাকসিনও দেশে আসবে।"
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, "ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালসহ রাজধানীর সাতটি কেন্দ্রে সৌদি ও কুয়েতগামী শ্রমিকদের ভ্যাকসিন দেয়া শুরু হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে একটি তালিকা দেওয়া হবে। সৌদি ও কুয়েত এই ভ্যাকসিন বাদে অন্য ভ্যাকসিন গ্রহণ করছে না। তাই ওই দুই দেশে যাওয়া শ্রমিকদের ফাইজারের ভ্যাকসিন দেয়া হবে।"