বাংলাদেশে আজ থেকে ভ্যাকসিন রপ্তানি শুরু করবে ভারত
ছয় মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবারও বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানি শুরু করতে যাচ্ছে ভারত।
ভারতীয় হাই কমিশনের এক সূত্র জানিয়েছে, "ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আজ বিকাল ৫টা ৪০ মিনিটে ১০ ডোজের ভ্যাকসিনের চালান পৌঁছাবে,"
ভারতে কোভিড-১৯ সংক্রমণ ও কোভিডজনিত মৃত্যু বেড়ে যাওয়ার পর নিজ দেশে টিকাদান কর্মসূচি জোরদার করতে গত মার্চ মাস থেকে ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এ সিদ্ধান্তের প্রভাব পড়ে বাংলাদেশসহ আরও ১৯০টি দেশের ওপর।
গত বছরের নভেম্বরে, তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সেরাম ও বেক্সিমকোর সঙ্গে ত্রিপক্ষীয় এমওইউ চুক্তি সই করেন।
প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসের মধ্যে তিন কোটি ভ্যাকসিন সরবরাহের কথা ছিল সেরামের।
গত ২৫ জানুয়ারি চুক্তি অনুযায়ী ৫০ লাখ ডোজের প্রথম চালান দেশে আসে। ২২ ফেব্রুয়ারি ২০ লাখ ডোজের দ্বিতীয় চালান দেশে আসে। এরপর মার্চ মাসে ভারত ভ্যাকসিন সরবরাহ বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশের টিকাদান কর্মসূচি বাধাগ্রস্ত হয়।