বাংলাদেশে এমিরেটসের ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক
বাংলাদেশে ফ্লাইট চলাচল পুরোদমে স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলে জানিয়েছেন দুবাইভিত্তিক এয়ারলাইন্স এমিরেটসের কান্ট্রি ম্যানেজার মোহামেদ আল হাম্মাদি।
বাংলাদেশে এমিরেটস এয়ারলাইন্সের ৩৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বৈশ্বিকভাবে এয়ারলাইন্সটির ৯০ শতাংশ ফ্লাইট স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলেও জানান তিনি।
হাম্মাদি বলেন, "সারাবিশ্বে, বিশেষ করে বাংলাদেশি পর্যটকদের প্রিয় গন্তব্যস্থল দুবাই পৌঁছে দিতে আমরা সবচেয়ে সেরা এয়ার ট্যুরিজম সেবা দিচ্ছি।"
"বাংলাদেশে ৩৫ বছরের যাত্রা নিয়ে এমিরেটস রোমাঞ্চিত। যাত্রাটি ছিল উল্লেখযোগ্য এবং সহযোগিতার জন্য আমরা আমাদের নিবেদিতপ্রাণ কর্মী, গ্রাহক ও স্থানীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের অংশীদারী সম্পর্ক এবং বাংলাদেশি গ্রাহকদের সঙ্গে এই সম্পর্ককে আরও জোরদার করে তোলাই আমাদের প্রয়াস," বলেন তিনি।
ঢাকা থেকে এখন পর্যন্ত ১৯ হাজার ৩০০টি রাউন্ডট্রিপ ফ্লাইটে এই এয়ারলাইন্স ১০.৪ মিলিয়ন যাত্রীকে পরিবহন করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
২০১৬ সাল থেকে এমিরেটস স্কাইকারগো বাংলাদেশ থেকে এক লাখ ৭০ হাজার টন পণ্য আনা-নেওয়া করেছে।