বাংলাদেশে চীনা ভ্যাকসিন করোনাভ্যাকের জরুরি ব্যবহারের অনুমোদন
চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনাভ্যাক ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।
গত ৩ জুন ভ্যাকসিনটির অনুমোদনের আবেদন করে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, দেশে পঞ্চম ভ্যাকসিন হিসেবে করোনাভ্যাক ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হচ্ছে।
বিশ্বের আরও ২২টি দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে ভ্যাকসিনটি। গত ১ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহারের তালিকায় স্থান পায়।
বাংলাদেশে অনুমোদনকৃত ভ্যাকসিনগুলো:
- কোভিশিল্ড, অক্সফোর্ড/ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি
- স্পুটনিক ভি, রাশিয়ার জেনেরিয়াম জয়েন্ট স্টক কোম্পানির তৈরি।
- সিনোফার্মের ভ্যাকসিন, চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস কো. লি. এর তৈরি
- ফাইজার ইঙ্কের তৈরি এমআরএনএ ভ্যাকসিন
করোনাভ্যাক ভ্যাকসিনটির দু'টি ডোজ দেওয়া হবে। এই ভ্যাকসিনের প্রথম ডোজের দুই থেকে চার সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ডোজ দেয়া যাবে।
এর আগে চীন সরকারের উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের করোনা ভ্যাকসিম গত ১২ মে বাংলাদেশে এসে পৌঁছায়।