বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপের প্রতিবাদে বৃ্হস্পতিবার সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ কর্মসূচি
সাংবাদিকদের শীর্ষ সংগঠনগুলোর ১১ জন নেতার ব্যাংক হিসাব চাওয়ার প্রতিবাদে আগামী বৃ্হস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।
আজ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল।
সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, 'সরকারের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে।'
জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই সংবাদ সম্মেলনেই আজকের প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সরকারের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ।