বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন
কক্সবাজারে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণ আসার আগে অন্তত ৮ টি রোহিঙ্গা ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১২ এপ্রিল) বেলা তিনটার দিকে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক আগুন লাগার পর সেখানে বসবাসরত রোহিঙ্গা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় আধাঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই আগুনে পুড়ে গেছে অন্তত ৮ টি ঘর।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, "ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।"
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইমদাদুল হক লিটন বলেন, "উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি দল সেখানে পৌঁছে। এসময় হঠাৎ রোহিঙ্গাদের একটি দল ক্ষিপ্ত হয়ে ইট পাটেকল ছোড়ে। এসময় আমরা পুলিশের সহায়তায় সেখান থেকে চলে আসি। কি কারণে তারা আমাদের ওপর হামলা করেছে বিষয়টি বুঝতে পারছি না।"
তবে ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে বলে জানান এ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২২ মার্চ বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি হিসেবে প্রায় দশ হাজার রোহিঙ্গা বসতি ও দেড় হাজার দোকানপাট পুড়েগেছে। গৃহহীন হয়েছিল প্রায় ৪৫ হাজার আশ্রিত রোহিঙ্গা। ওই ঘটনায় আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে নারী ও শিশুসহ অন্তত ১১ জনের।