বিদেশগামীদের করোনা শনাক্তকরণ পরীক্ষা এখন থেকে আর্মি স্টেডিয়ামে
এখন থেকে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা আর্মি স্টেডিয়ামে হবে। ফলে বিদেশগামীদের এখন থেকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ভিড় না করে আর্মি স্টেডিয়ামে যাওযার অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড বুলেটিনে এ তথ্য জানান মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন।
রোবেদ আমিন বলেন, 'ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে না গিয়ে বিদেশগামীরা আর্মি স্টেডিয়ামে সরাসরি যাবেন, সেখানে আরটি-পিসিআর টেস্টের ব্যবস্থা করা হয়েছে'।
তিনি আরো বলেন, 'অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, ইদানিং কিছু দালাল শ্রেণির মানুষ টাকার বিনিময়ে বিদেশগামীদের ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট দিচ্ছে। তাই বিদেশগামী সবাইকে দালালদের টাকা পয়সা না দিতে বলা হচ্ছে। এ ধরণের কোন আর্থিক লেনদেনের দায়ভার স্বাস্থ্য অধিদপ্তর নেবেনা'।