বিশ্বের ৯ম দুর্বলতম পাসপোর্ট এখন বাংলাদেশের
২০২১ সালের হেনেলি পাসপোর্ট ইনডেক্সের চতুর্থ প্রান্তিকের প্রতিবেদনে বিশ্বের ৯ম দুর্বল পাসপোর্টের স্থান পেয়েছে বাংলাদেশী পাসপোর্ট। এদেশের পাসপোর্টধারীদের ২২৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে মাত্র ৪০টি'তে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা থাকায় র্যাংকিংয়ে পেছনে পড়েছে বাংলাদেশী জাতীয়তার ভ্রমণ নথিটি।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) নিজেদের সর্বশেষ পাসপোর্ট র্যাংকিং এর সংস্করণ প্রকাশ করে হেনেলি অ্যান্ড পার্টনার্স। এ তালিকায় যুদ্ধবিধস্ত লিবিয়া ও কসোভোর সঙ্গে যৌথভাবে ১১৬টি স্থানের মধ্যে ১০৮তম স্থান অধিকার করেছে বাংলাদেশ।
এর আগে গত জুলাইয়ে প্রকাশিত হেনেলির তৃতীয় প্রান্তিকের সারণী তালিকায় ১১৬টি স্থানের মধ্যে ১০৬তম হয় বাংলাদেশ। তার আগে এপ্রিলে প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের সারণীতে ১১০টি স্থানের মধ্যে ১০০তম হয় এবং জানুয়ারিতে প্রকাশিত প্রথম প্রান্তিকের সারণীতে ১০১ তম স্থান লাভ করে।
হেনেলির প্রতিবেদন অনুসারে, যে ৪০টি আন্তর্জাতিক গন্তব্যে বাংলাদেশীরা আগাম ভিসা না করে ভ্রমণ করতে পারেন, সেগুলোর মধ্যে ১৫টি আফ্রিকা মহাদেশে, ৯টি ক্যারিবিয় অঞ্চলে, পাঁচটি ওশেনিয়া মহাদেশে (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাদে), ছয়টি এশিয়া ও একটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
এছাড়া, আগে থেকে ভিসা না করে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে কোনো ইউরোপীয় দেশে ভ্রমণ করা যায় না।
অন্যদিকে, হেনেলি ইনডেক্সের শীর্ষ স্থানে থাকা জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা রেকর্ড সংখ্যক ১৯২টি দেশ ও গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
এবারও, যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া, এ দুই দেশের নাগরিকরা ১৯০টি দেশ ও গন্তব্যে ভিসা ছাড়াই প্রবেশাধিকার পান।
হেনেলি পাসপোর্ট সারণীর সাম্প্রতিক সংস্করণে ১৯৯টি দেশের পাসপোর্টকে আগাম ভিসা ছাড়া ভ্রমণ সুবিধার বিচারে ১১৬টি স্থানে রাখা হয়েছে।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী হলো- দ্বীপপুঞ্জ রাষ্ট্র মালদ্বীপের পাসপোর্ট (৬৬ তম), এটি ৮৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দেয়। এরপর রয়েছে ভারত (৯০তম), ভুটান (৯৬ তম) ও শ্রীলঙ্কার (১০৭ তম) পাসপোর্ট ।
দক্ষিণ এশিয়ায় নেপাল (১১০ তম) ও পাকিস্তানের (১১৩ তম) চেয়ে কিছুটা এগিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ।
এই অঞ্চলের দেশগুলোসহ বিশ্বের মধ্যে পাসপোর্ট সক্ষমতায় সবচেয়ে পিছিয়ে রয়েছে আফগানিস্তান। আফগান পাসপোর্টধারীরা মাত্র ২৬টি গন্তব্যে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা পান।