বোরহানউদ্দিনের ঘটনায় পৃথক ২ মামলায় ৫ জনের ৩ দিনের রিমান্ড
ভোলার বোরহানউদ্দিনের সাম্প্রতিক সহিংসতার ঘটনার প্রেক্ষিতে ডিজিটাল আইনে দায়েরকৃত মামলায় আটক বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ, শরীফ শাকিল ও ইমনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ভোলা সদর আদালতের কোর্ট ইনসপেক্টর রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, ফেসবুক মেসেঞ্জারে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দিয়ে মেসেজ আদানপ্রদানের অভিযোগে আটককৃত ছিলেন এই ৩ জন।
ওদিকে, পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনা নিয়ে দায়েরকৃত মামলায় আটক আরিফ ও সজীব নামের দুই যুবকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, বৃহস্পতিবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হকের আদালতে পৃথক পৃথক মামলায় পুলিশ তাদের হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আদালত ৫ জনেরই ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার সন্ধ্যায় বোরহানউদ্দিন পৌর এলাকা থেকে আরিফ ও সজীবকে আটক করা হয়। পরে সকালে তাদের আদালতে পাঠানো হলে পুলিশ তাদের রিমান্ডের আবেদন করেন।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ বিষয়ে জানান, ‘ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা করছি।’
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, পুলিশের উপর হামলার মামলায় আটক আরিফ (২০) উপজেলার কুতুবা গ্রামের আকবর হাওলাদারের পুত্র এবং সজীব একই এলাকার মুনফ চৌকিদারের ছেলে।