ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিক তাণ্ডব: আরও ৭ হেফাজতকর্মী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ (রোববার) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা পুলিশ।
এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৩ জনে।
তবে বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় উল্লেখ না করা হলেও তাদেরকে হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক বলা হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। তখন পুলিশ জানায়, তাণ্ডবকারীরা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। তিনদিনের ওই তাণ্ডবে আইন-শৃঙ্খলা বাহিনারীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হন। এসব ঘটনায় ৫৫টি মামলা দায়ের হয়েছে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। সহিংসতার ঘটনার স্থির ও ভিডিও চিত্র দেখে তাদের শনাক্ত করা হয়।
রোববার দুপুরে তাদের আদালতে তোলা হবে।